HEY GUYS,
                   Welcome to another blog.How are you all ??? I'm coming, you're fine !!! It was a lot of fun the whole evening as there were no classes yesterday. So at night and that night did not cut it, I pressed the phone for a long time last night. I went to bed around 2.15 pm.
I woke up at around 8.15 this morning and first of all I got on the phone and saw that he was intoxicated because our HOD had mailed him at 3 or 3.30 at night👀👀😂😂. Anyway, at least I didn't go down without explaining myself first. And one more thing, he was awake at that time to see everything until so late. Haha I know how !! Oh, I will never say 😃😃😕............ stay. Anyway I got fresh and started pubg as usual. Tridip has been reading in the morning for a few days now, so if he plays a little late, we start at around 9 and he arrives at around 9.40. Anyway after finishing pubg I went to breakfast. Today my mother woke up late and ate breakfast a little. Then everyone talked for a while and then I came back to bed. Then after a while I went to take a bath and I went there and shaved again today. So it took a little longer to take a bath today. When I went to bed after lunch, I called Motu (Dipto) and he forgot to do all these things again, so I wondered if he remembered. Whatever he did, I told him I was getting sleep and I fell asleep. He said bye. Then I woke up and gave a little air to my father's bicycle. Then I turned on the laptop and sat down for some work. Then I attended the class. Then when I was checking the status of WhatsApp, everyone was of the same type as the India rafale fighter plane.
And the education system will change.
Whatever happens, we are with the country.
Stay up to date today. I hope to see you again tomorrow.
BYE 
K.S
-----------------------------------------------------------------------------------

কেমন আছো সবাই ??? আসা করছি ভালোই আছো  !!! কাল কোনো ক্লাস না থাকায় বেশ পুরো সন্ধে তা বেশ মজা হয়েছিল। তাই রাতে ও ওই ঘোর  তা কাটেনি কাল রাতে অনেকক্ষণ ফোন চাপাচাপি করলাম। রাত প্রায় ২.১৫ নাগাদ ঘুমাতে গেলাম। 
আজ সকালে প্রায় ৮.১৫ নাগাদ উঠলাম উঠে সবার আগে আমি ফোন নিয়ে দেখি আলাদাই নেশা কারণ আমাদের HOD  সে নাকি রাত ৩ টে না ৩.৩০ টে নাগাদ কি সব mail  করেছে। যাই হোক আমি অবশ্য টাইমে তা ঠিক করে দেখিনি ওটা আমাকে dipto  বললো। আর একটা কথা ও ও ওই সময় জেগে  ছিল এত রাট পর্যন্ত কি সব দেখে ছিঃ। হাহা  আমি কি করে  জানি !! অরে আমি ও তো একসময়  ............ থাক  র বলবোনা। যাইহোক আমি ফ্রেশ হয়ে  এসে  যথারীতি pubg  স্টার্ট করলাম। আজ  কয়দিন ত্রিদিপ সকালে পড়ছে তাই ও একটু দেরি করেই  খেলে  আমরা মোটামুটি ৯ তা নাগাদ স্টার্ট করি আর ও প্রায় ৯.৪০ তে আসে। যাই হোক pubg  শেষ করে আমি সকালের খাবার খাতে গেলাম। আজ মা র ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় সকালের খাওয়াটা একটু দাড়ি হয়ে গেল। তারপর কিছুক্ষন সবাই গল্প করলাম আর তারপর আমি আবার আসে বেড এ শুয়ে  পড়লাম। তারপর কিছুক্ষন পর স্নান করতে গেলাম সেখানে গিয়া আমি আজ আবার শেভ  হলাম। তাতে করে আজ স্নান করতে একটু বেশি টাইম লেগেছিলো। দুপুরে খাওয়ার পর যখন শুতে যাবো তখন motu (Dipto ) কে একটা ফোন করলাম তিনি আবার এই সব কাজ করতে ভুলে যান তাই ভাবলাম ওর মনে আছে কিনা। যাই হোক ও করেছিল ওটা তাই ওকে বললাম আমার ঘুম পাচ্ছে আমি ঘুমালাম। ও বললো ওকে bye .তারপর ঘুম থেকে উঠে বাবার সাইকেল এ একটু হাওয়া দিয়ে দিলাম। তারপর ল্যাপটপ অন  করে বসে পড়লাম কিছু কাজের জন্য। তারপর ক্লাস এটেন্ড করলাম। তারপর হোয়াটসআপ  যখন স্টাটাস  চেক করছি তখন  সবার এ প্রায় একি  টাইপ র যা ইন্ডিয়া rafale fighter  plane  এসেছে। আর কিসব নাকি শিক্ষা ব্যাবস্তা চেঞ্জ হবে। 
যাই হোক যা হওয়ার তা হবে আমরা দেশের  সাথে আছি। 
আজ এই পর্যন্তই থাক। কাল আবার দেখা হবে আশাকরছি। 
BYE
K.S