Tribute to Dhoni & Suresh Raina

  

HEY GUYS,

                  Welcome to another blog.How are you all? I hope you're fine! But I'm not that good. Tell me, how do I get better? Those who used to spend time watching cricket in our childhood or those who learned to play cricket by watching it, will not play it anymore. Hmm I know we have a certain age but no farewell match or any preparation an Instagram post took away a big part of our whole life.

I think everyone knows about Dhoni's career and I have nothing new to say.
All I can say is "start with run out and end with run out". The whole cricket world misses you so much. My condition is nothing less than that.I think my father is a bigger fan of Dhoni than me.
 He used to tell us a lot about him from a young age. My father suffered a lot when he left like this. This is the only person who didn't think much about his cricket career. He just wanted his country to be better. For which he did not complete his A 100 in Test cricket. This is a man who has changed the face of the entire Indian cricket team. We know that Dhoni's hand falls on his head and he comes out as a solid player. He himself went down to bat and made room before the beginners. Even if India gets a better captain than him, India will never get a captain like Dhoni.
But I think your name will definitely come up whenever there is talk of a captain in the world.

And when it comes to suresh raina,

it is very difficult. He was once one of the best fielders in the world and this way the victory is a little more sad for us. Tomorrow on the same day two jhatkas at once. As if 2020 has entered as a poisonous year of our lives, don't leave us to cry any more.

Today's blog is dedicated to you. Today I said no or not.

I can tell you where we are going to miss you so much.


Stay tuned today and see you tomorrow.

BYE 

                                           K.S

-----------------------------------------------------------------------------------

কেমন আছো সবাই ?? আশা করছি ভালোই আছো !কিন্তু আমি ততো ভালো নেই। কিকরে ভালো থাকি বোলো ?আমাদের ছোটবেলা যাদের খেলা দেখে সময় কাটতো বা যাদের খেলা দেখে আমরা ক্রিকেট খেলা শিখলাম তারাই নাকি আর  খেলবেন। হুম  জানি একটা নির্দিষ্ট বয়স আছে কিন্তু না কোনো farewell match না কোনো প্রস্তুতি একটা ইনস্টাগ্রাম পোস্ট আমাদের পুরো জীবনের একটা বড়ো অংশ কেড়ে নিয়ে গেল। আমার মনে হয় ধোনির ক্যারিয়ার সম্পর্কে সবাই জানে আমার আর নতুন করে কিছু বলার নেই। এই টুকুই বলতে পারি " রান আউট দিয়ে শুরু আর রান আউট দিয়ে শেষ"।পুরো ক্রিকেট বিশ্ব তোমাকে খুব মিস।  আমার ও অবস্থা তার থেকে কম কিছু নয়।  আমার মনে হয় আমার থেকে বাবা ধোনির বড়ো ফ্যান। তিনি আমাদের ছোট থেকেই তার ব্যাপারে অনেক কিছু বলতেন। তার এই রকম চলে যাওয়াতে  আমার বাবা বেশ কষ্ট পেয়েছে। এই একটাই ব্যাক্তি যিনি নিজের ক্রিকেট ক্যারিয়ার  নিয়েও তত  একটা ভাবতেন না। তিনি শুধু চাইতেন তার দেশ যেন ভালো করে। যার জন্য তিনি তার টেস্ট ক্রিকেট এ ও ১০০ তা ম্যাচ কমপ্লিট করেন নি। এই একটা মানুষ যে পুরো ইন্ডিয়ান ক্রিকেট টিমের চেহারাই  পাল্টে দিয়েছে। আমরা জানি ধোনি র হাত যার মাথার ওপর পড়ে সে একজন পাক্কা খিলাড়ি হয়েই বের হয়। তিনি নিজে নিচে ব্যাটিং এ নেমে বিগিনার দের  আগে জায়গা করে দিয়েছে। তার থেকে ভালো ক্যাপ্টেন ইন্ডিয়া পেলেও ধোনির মতো ক্যাপ্টেন আর ইন্ডিয়া কখনো পাবেনা। তবে আমার মনে হয় পৃথিবীতে যখনই কোনো ক্যাপ্টেন এর কথা বলা হবে তখনই তোমার নাম অবশই আসবে। 

আর যখন আসে suresh raina র কথা তখন ও খুব ই কষ্ট হয়। একসময় ওয়ার্ল্ড এর সেরা ফিল্ডার দের  মধ্যে একজন ছিলেন তার ও  এই ভাবে চলে জয়টা আমাদের কাছে একটু বেশি দুঃখ জনক। কাল একই দিনে একবারে দুটো ঝাটকা। একটো ২০২০ যেন আমাদের জীবনের বিষময় সাল হিসেবে প্রবেশ করেছে তারমধ্যে আরও বাদ দিলোনা আমাদের কাঁদতে। 

আজকের ব্লগটা তোমাদের জন্য dedicate থাকলো। আজ আমার কথা না হয় নাই বললাম। 

যাওয়ার সময় একটা কোথায় বলতে পারি আমরা তোমাদের খুব মিস করবো। 


আজ এই পর্যন্তই থাক কাল আবার দেখা হবে। 

BYE 

                                              K.S