HEY GUYS,
                    Welcome to another blog.How are you all? I hope you are well. I fell asleep very early yesterday around 12 o'clock. But I woke up in the morning but it was too late. I woke up this morning after getting Tridib's phone. Then as soon as I got fresh I started pubg then after that I ate breakfast and talked to everyone for a while. Then, even though there is no work today,
I don't know how the time went. I didn't do anything as if it was evening. Then I attended the class. As soon as I attended the class, I got a call from Joy and said that he had called to talk like this. I said that I am in the class to call later. Shortly after that my mama called and told him I was in class to call later.
After a class, the gentleman called and said I was in class later. I don't know if this class is a phone story. But it was a lot of fun to pick up the phone. Then after the class I called everyone one by one. And for him it is so late today. Please forgive me for that.

Anyway, stay tuned today. Hope to see you again tomorrow.
BYE 
                                                    K.S
---------------------------------------------------------------------------------
এই যে বন্ধুরা,

                     অন্য একটি ব্লগে স্বাগতম।কেমন আছো সবাই ?? আশা  করি ভালোই আছো। কাল বেশ তাড়াতাড়ি ই  ঘুমিয়ে পড়েছিলাম প্রায় ১২ টা  নাগাদ। কিন্তু সকালে উঠেছি কিন্তু সেই  দেরি  করে। আজ সকালে ঘুম ভাঙলো ত্রিদিব এর ফোন পেয়ে। তারপর ফ্রেশ হয়ে এসেই  আমি pubg  স্টার্ট করলাম তারপর ওটা শেষ করে  আমি সকালের খাবার খেলাম এবং সবারসাথে কিছুক্ষণ গল্প করলাম। তারপর আজ তেমন কোনো কাজ না থাকার সর্তেও যেন টাইম টা  কিকরে গেল জানি না। দেখতে  দেখতে  কেমন যেন সন্ধ্যা হয় গেলো কোনো কিছুই করিনি। তারপর ক্লাস এটেন্ড করলাম। ক্লাস এটেন্ড করার সাথে সাথে আমি জয়  এর  কল পেলাম ও বললো এমনি গল্প করার জন্য ফোন করেছে আমি বললাম আমি ক্লাস এ আছি পরে ফোন দিতে। তার কিছুক্ষন পর আমার মামা ফোন করেছে তাকে বললাম আমি ক্লাস এ আছি পরে ফোন করতে। একটা ক্লাস কোনো মোতে শেষ হলো সৌম্য ফোন করলো আমি বললাম আমি ক্লাসে  আছি পরে। এই ক্লাস হলো না ফোন গল্প হলো জানি না। তবে ফোন তুলতে কিন্তু বেশ মজাই লাগছিলো।তারপর ক্লাস শেষ করে একেএকে  সবাই কে ফোন করলাম। আর তার জন্য আজ এত দেরি  হলো।সেই  জন্য ক্ষমা করে দেবে  প্লিজ। 

যাই হোক আজ এই পর্যন্তই থাক। কাল আবার দেখা হবে আশা করছি। 
BYE
                                                      K.S