HEY GUYS,

                  Welcome to another blog.How are you all? I hope you are well. I fell asleep late last night. There is no special reason. But when the first lockdown took place, I would go to bed at 10.00 in the night. And now I fall asleep a little late. Even if there is no special reason, there is a phone.

Anyway, I woke up at 8.00 this morning.

Although today I woke up after getting Joy and the phone. Yesterday some money was detained in the bank, today it has been returned so he was calling. The news was pretty good. Anyway then I got up and freshened up and then started pubg. After the pubg I went to eat. Today was a very bad meal because today is vegetarian. Today my father is at home so I talked for a while. Then the mother's phone went bad so the father is being persuaded to buy the mother a new phone. Then after a while the phone rang and my father and I went to clean the water tank.
It took about 1 hour to finish. And while doing that, my band started playing. It was so sunny that I started having headaches. Then I came downstairs and took a bath with some rest. After bathing, I ate lunch and went to bed. Today I slept at 2.30 and woke up at 8. Then I went out a little fresh to see if jilapi
can be found anywhere but today it is a lockdown so no shop is open. Then I came and sat with the book for a while. And then I attended the class. Mom, of course, made it taler pitha
in the classroom.

Let's stay until today. See you tomorrow.

BYE

                                            K.S

-----------------------------------------------------------------------------------

কেমন আছো সবাই ?? আশা করছি ভালোই আছো। কাল রাতেও দেরি করেই ঘুমিয়ে ছিলাম। তেমন কোনো বিশেষ কারণ নেই। তবে যখনন প্রথম এর দিকে লোকডাউন হলো তখন তো রাত ১০.০০ নগদ ই  ঘুমিয়ে যেতাম। আর এখন একটু দেরি করেই ঘুমাই। তেমন কোনো বিশেষ কারণ না থাকলেও ফোন তো আছে। 

যাইহোক আজ সকালে ঘুম থেকে ৮.০০ নাগাদ উঠলাম। যদিও আজ জয় আর ফোন পেয়ে ঘুম থেকে উঠলাম। কাল কিছু টাকা ব্যাঙ্ক এ আটক গেছিলো আজ সেটা রিটার্ন করেছে তাই ও ফোন করছিলো। খবর টা  বেশ ভালোই ছিল। যাই হোক তারপর আমি  উঠে ফ্রেশ হলাম আর তারপর pubg  স্টার্ট করলাম। pubg শেষ করে আমি খেতে গেলাম। আজ একদম বাজে খাবার ছিল কারণ আজ তো নিরামিষ। আজ বাবা বাড়িতে আছে তাই কিছুক্ষন গল্প করলাম। তারপর মা এর ফোন খারাপ হয়ে গেছে তাই বাবা কে মানানো হচ্ছে যে  মা কে যেন নতুন ফোন কিনে দেওয়া হয়। তারপর কিছুক্ষন ফোন ঘটার পর আমি আর বাবা গেলাম জলের ট্যাংকি পরিষ্কার করতে। ওটা শেষ করতে প্রায় ১ ঘন্টা লেগে গেল। আর ওটা করতে গিয়ে  আমার তো ব্যান্ড বেজে গেল। এত রোদ ছিল যে  আমার মাথা ব্যথা  শুরু হয়ে গেল। তারপর  নিচে এসে কিছুক্ষন রেস্ট নিয়ে স্নান করেনিলাম। স্নান করে একবারে দুপুরের খাবার খেয়ে এসে  শুয়ে গেলাম। আজ ২.৩০ নাগাদ ঘুমালাম আর ৬ নাগাদ  উঠলাম। তারপর ফ্রেশ হয় একটু বাইরে গেলাম যে কোনো জায়গায় জিলাপি পাওয়া যায় কিনা কিন্তু আজ তো লোকডাউন তাই কোনো দোকান খোলা নেই। তারপর এসে  কিছুক্ষন বই নিয়ে বসলাম। আর তারপর ক্লাস এ এটেন্ড করলাম। মা অবশ্য ক্লাস এর মধ্যে তেলের পিঠে বানিয়ে দিয়েছিলো। 

চলো আজ এই পর্যন্তই থাক। কাল আবার দেখা হবে। 

BYE

                                                  K.S