HEY GUYS,
            Welcome to another blog.How are you all? I hope you are well. I fell asleep early at night knowing that I was reading in the morning. Everyone got up at 7.05. Then I came back refreshed and saw the phone, then I thought why I did not see the phone before getting out of bed.
Because sir, don't take classes now. He will take classes at 8 pm. Anyway, just at 8 o'clock, Motu called me.
I took a bath in the morning and now I see that there will be no class. Then the two of them talked for a while and then Tridib massaged that I would play pubg. I said hmm. Then I went to play pubg. It felt so bad today because today I think I played the worst of my life. Anyway then I ate breakfast. After eating, I wandered around for a long time and then came and opened my laptop and did some work. After work I went to take a bath. After finishing the bath, I started talking on the phone. Then when my mother called me to eat, I went to eat. After eating, I was having a little fun with my sister. At 3 o'clock I went to bed again. But the hot
sleep was not coming. So I sat for a while and then I could not understand when I fell asleep. I woke up and walked on the roof for a while. Then there was class again so I came early and turned on the laptop. Because whatever my laptop is on takes a day. Then I listened to music for a while and was late for class. Then the class started. Then after class I went to eat. Because I didn't make any tiffin this evening.

Stay up to date today. See you tomorrow.
Bye 
                                                   K.S
---------------------------------------------------------------------------------
এই যে বন্ধুরা,

             অন্য একটি ব্লগে স্বাগতম।সবাই কেমন আছো ??আশা করছি ভালোই আছো। সকালে পড়া আছে জেনে রাতে তাড়াতড়ি ঘুমিয়ে পড়েছিলাম। সকলে ৭.০৫ নাগাদ উঠলাম। তারপর ফ্রেস হয়ে এসে যেই ফোন টা দেখলাম তখন মনে হলো কেনো  বেড থেকে উঠার আগে ফোন টা  দেখলাম না। কারণ স্যার নাকি এখন ক্লাস করাবেনা। উনি রাত ৮ টার  সময় ক্লাস করবে। যাইহোক সবে ৮ টা  বাজে মোটু  ফোন করলো আমি সকালে স্নান করে নিলাম আরো আর এখন দেখছি ক্লাস হবেনা। তারপর দুইজন কিছুক্ষন কথা বললাম তারপর ত্রিদিব  ম্যাসেজ করলো যে pubg  খেলবি। আমি বললাম হমম।  তারপর আমি pubg  খেলতে গেলাম। আজ এত খারাপ লাগছিলো কারণ আজ মনে হয় জীবনের সবথেকে  খারাপ খেললাম। যাই হোক তারপর সকালের খাবার খেলাম। খাবার খেয়ে বেশ কতক্ষন ওখানেই ঘোরাঘুরি করলাম তারপর এসে  ল্যাপটপ ওপেন করে কিছু কাজ করলাম। কাজ শেষ করে আমি একেবারেই  স্নান করতে চলে গেলাম। স্নান শেষ করে এসে একটু ফোন নিয়ে ঘাটাঘাটি করলাম। তারপর মা খেতে ডাকলে খেতে গেলাম। খাওয়া শেষ করে আমি বোনের সাথে একটু মজা  করছিলাম। ৩ টে নাগাদ আমি আবার শুতে চলে গেলাম। কিন্তু যা গরম ঘুমই  আসছিলোনা। তাই একটু বসেই  ছিলাম তারপর কখন যে  ঘুমিয়ে গেলাম বুঝতেই পারলাম না। ঘুমথেকে উঠে ছাদে কিছুক্ষন হাটাহাটি করলাম। তারপর আবার ক্লাস ছিল তাই তাড়াতাড়ি এসে  ল্যাপটপটা অন করলাম। কারণ আমার যা ল্যাপটপ অন হোতাই একদিন লাগে। তারপর কিছুক্ষন গান শুনলাম আর ক্লাস করার কোনো দেরি করছিলাম। তারপর ক্লাস শুরু হলো। তারপর ক্লাস শেষ করেই  আমি খাবার খেতে  গেলাম। কারণ আজ সন্ধ্যায়  কোনো টিফিন করিনি। 

আজ এই পর্যন্তই থাক। কাল আবার দেখা হবে।  
Bye
                                                   K.S