HYE GUYS,
                   Welcome to another blog.How are you all? I hope you are well. Rakhi wishes everyone.
I didn't wake up this morning. I woke up in the morning after getting a phone call. Then I was fresh to talk to him. Then after talking with him for a while I started pubg. After playing pubg for a while, I didn't play like that anymore. Then the sister was late for coming. In the meantime I took a bath. Anyway, after my sister came, I put on rakhi and then ate breakfast. I haven't given a gift yet though. Because what I'm ordering hasn't arrived yet. However, he was a little upset but there was nothing to do. Then Tridib gave me an assignment from someone but I didn't want to do it then. But the last date to submit it again today is 5 o'clock. It is proved by the fact that we are engineers.
Because we complete all the work at the last moment. Then I was watching a part of Khatron Ke Khiladi
med in India. Then I ate lunch. I completed the assignment before eating. Then Motu called again so I talked to him for about 1 hour. Then I was getting sleep so I told him I will sleep now you call later. I slept around 5 o'clock today. And I got up at 7 o'clock. Then I turned on the laptop and went to wash my hands and had fun with gold for a while. Then there was class so I attended class. As soon as the class was over, the current went off and it rained heavily. That night will be quite sleepy.

Anyway, stay tuned today. See you tomorrow.
BYE
                                                K.S
---------------------------------------------------------------------------------
হাই গাইস,

                    অন্য একটি ব্লগে স্বাগতম।কেমন আছো সবাই ?? আশা করছি ভালোই আছো। সবাইকে রাখি র শুভেচ্ছা। আজ সকালে তো ঘুম ই  ভাংছিলোনা। সকালের ঘুমটা ভাঙলো মোটুর ফোন পেয়ে। তারপর ওর সাথে কথা বলতে বলতে ফ্রেশ হলাম। তারপর কিছুক্ষন ওর সাথে গল্প করে আমি pubg  স্টার্ট করলাম। কিছুক্ষন pubg  খেলে আমি আর খেললাম না এমনি। তারপর বোন আসার জন্য দেরি করছিলাম। তারমধ্যে আমি স্নান করে নিলাম। যাইহোক তারপর বোন আসার পর রাখি পরালো তারপর সকালের খাবার খেলাম। আমি যদিও এখনো গিফ্ট দেয়নি। কারণ আমি যেটা অর্ডার করছি  সেটা এখনো আসেনি। যাইহোক তারজন্য ওর একটু মন খারাপ হলো কিন্তু কিছু করার নাই। তারপর একজনের কাছথেকে এসাইনমেন্ট নিয়ে ত্রিদিব আমাকে দিলো কিন্তু তখন আমার করতে মন চাইছিলো না। কিন্তু ওটা জমা দেওয়ার লাস্ট ডেট আবার আজ টাইম হলো ৫ টা। এটা দ্বারা প্রমাণিত হয় যে আমরা ইঞ্জিনিয়ার। কারণ আমরা সব কাজ ই  লাস্ট মোমেন্ট এ কমপ্লিট করি। তখন আমি একটু Khatron Ke Khiladi med in India এটার একটা পার্ট দেখছিলাম। তারপর দুপুরের খাবার খেলাম। খাবার খেয়ে আমি আগে এসাইনমেন্ট টা  কপ্লিট করলাম। তারপর মোটু আবার ফোন করলো তাই ওর সাথে প্রায় ১ ঘন্টা কথা বললাম। তারপর আমার ঘুম পাচ্ছিলো তাই ওকে বললাম আমি এখন ঘুমাবো তুই পরে  ফোন করিস। আমি আজ ঘুমালাম প্রায় ৫ টা  না নাগাদ। আর উঠলাম ৭ টা  নাগাদ। তারপর ল্যাপটপ অন  করতে দিয়ে আমি হাতমুখ ধুতে গেলাম সেখানে কিছুক্ষন সোনার সাথে মজা করলাম। তারপর ক্লাস ছিল তাই ক্লাস এটেন্ড করলাম। ক্লাস শেষ হতে না হতেই কারেন্ট চলে গেল আর জোরে বৃষ্টি এল। আজ রাতে তারমানে বেশ ঘুম হবে। 

যাই হোক আজ এই পর্যন্তই থাক।  কাল আবার দেখা হবে। 
BYE
                                              K.S