HEY GUYS,

                  Welcome to another blog .How are you all? I hope you are well !! I was in a lot of confusion last night, because a new movie has come out about Gunjan Saxena's biopic.

Once it seemed that I would see and once again it seemed that I would not see. After thinking a lot, I thought I didn't see it. Did anyone think that you will not see ?? The reason is quite simple, it is by Karan Johar Praduch and it is a Dharma Production movie. But when I thought Gunjan Saxena was not to blame, I finally saw it. Great movie. This kind of father wants to be in everyone's house. And I want to be like this. Anyway, I fell asleep seeing that.

Tridip's phone woke up today. The phone rang at 8.50. Then I started pubg before it was fresh. Hmmm, let's start first and then I'll be fresh. Freshened up, I finished pubg and went to eat. I finished eating and sat for a while. Then I came and sat on the laptop for a while and did some work. After finishing my work, I was a little late. For bathing, my father said that I might have to go to the bank again today. So I did not take a bath. Then at 1 o'clock the phone rang that he called at 2.30. So I didn't take a bath at that time but there was nothing left to eat. Mother does not want to give rice at all. Then many bowlers then gave. Once I finished eating, I went to play pubg. I had to work there for a while and then I returned home at 4 o'clock. Then as soon as I sat down to take a bath, my mother said again that the flower trees on the roof are dying, so I went to fix them again.

Seeing that we were working, Mejoma gave mejho jethima and gave me two lemon saplings and I went downstairs. Then I was getting a lot of sleep but I had class so I didn't sleep anymore.
Then I was sitting in the first class for a while but I remembered that the blog of Amito Mobile was not published so I published it. Then I did the next class. Then I talked to Baudi for a while.

Anyway stay tuned today. Hope to see you again tomorrow.  

BYE 

                                               K.S

-----------------------------------------------------------------------------------

কেমন আছো সবাই ?? আশা করছি  ভালোই আছো !!কালরাতে বেশ কনফুশন এ ছিলাম, কারণ নতুন মুভি বেরিয়েছে গুঞ্জন সাক্সেনার বাওয়োপিক এর ওপর। একবার মনে হচ্ছিলো যে দেখি আর একবার মনে হচ্ছিলো না দেখবোনা। অনেক ভাবার পর মনে হলো দেখেই নেই। কোনো মনে হচ্ছিলো যে দেখবোনা ?? তারকারণটা বেশ সিমল্পে এটাতে karan johar প্রডুচের আর এটা ধর্মা প্রোডাকশন এর মুভি। কিন্তু যখন ভাবলাম গুঞ্জন সাক্সেনার তো কোনো দোষ নাই তাই শেষ পর্যন্ত দেখেই নিলাম। দারুন মুভি। এই রকম বাবা সবার ঘরে হওয়া চাই। আর এই রকম ইচ্ছে হওয়া চাই। যাইহোক ওটা দেখে ঘুমিয়ে গেলাম। 

আজ ঘুমটা ভাঙলো ত্রিদিপ এর ফোন। ফোনে টা এসেছিলো ৮.৫০ এ। তারপর ফ্রেশ না হয়ে আগে pubg স্টার্ট করলাম। হুম আগে স্টার্ট করে তারপর আমি ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে pubg েষ করে খেতে গেলাম। খাওয়া শেষ করে কিছুক্ষন বসে ছিলাম। তারপর এসে কিছুক্ষন ল্যাপটপ এ বসে কিছু কাজ করলাম। কাজশেষ করে একটু দেরি করলাম স্নান এর জন্য বাবা বলেছিলো  আজ আবার যেতে হতে পারে ব্যাঙ্ক এ। তাই আর স্নান করিনি। তারপর ১ টা নাগাদ ফোন এল যে ২.৩০ এ ডেকেছে। তাই আর স্নান হলোনা ওই সময় কিন্তু খাওয়া বাকি নাই। মা তো মোটে ভাত দিতে চায়না। তারপর অনেক বোলারপর তারপর দিলো। খাওয়া শেষ করে একবার pubg খেলে চলে গেলাম। সেখানে কিছুক্ষন কাজকরতে হলো তারপর ৪  টা নাগাদ আমি বাড়ি ফিরলাম। তারপর স্নান করে আসে যেই বসলাম মা আবার বললো ছাদের ফুল গাছগুলো নাকি মরেযাচ্ছে তাই ওই গুলোকে আবার ঠিক করতে গেলাম। আমরা কাজকরছি দেখা মেজোমা মানে মেঝো জেঠিমা আর দুটো লেবুর চারা দিলো ওই দুটোকে ও লাগিয়ে আমি নিচে চলে এলাম। তারপর বেশ ঘুম পাচ্ছিলো আমার কিন্তু ক্লাস ছিল তাই আর ঘুমানো হয়নি। তারপর প্রথম ক্লাস এ বসে কিছুক্ষন জিমাচ্ছিলাম কিন্তু আমার মনে পড়লো আমিতো মোবাইল এর ব্লগটা তো পাবলিশ করা হয়নি তাই ওটাকে পাবলিশ করে দিলাম। তারপর পরের ক্লাস ও করলাম। তারপর বৌদির সাথে কিছুক্ষন গল্প করলাম। 

যাইহোক আজ এই পর্যন্তই থাক।  কাল আবার দেখা হবে আশা করছি। 

BYE 

                                               K.S