My Daily Routine(Koushik Srakar)

HEY GUYS,
                  Welcome to another Blog.How are you all? I hope you are well. I saw a South Indian movie last night. I don't know the name. But it has Rakul Preet Singh 

and Nagarjuna.

The movie is pretty good. Then finish it and do a little night work. ........... I did. Hu looked pretty good except for a long time yesterday. Anyway, it was about 3 o'clock.
I woke up around 8.50 this morning. I got up and drank fresh water because I had a sore throat again today. I drank 3-4 glasses at a time and then I felt a little better. Then I thought I would play pubg but my mother told me to eat so I went to eat first. After eating, I came and started the class. After class I started pubg. After a while from there I went to bathe first. Before that, there is a new task that you have to do hot water again before bathing. To do that today, I went to see a girl through the kitchen window again and burned my hand.

What can I say, girl means defeat. However, I sat with my hand for a while and then went to take a bath again. I didn't go to eat today after taking a bath because I took a bath a long time ago today. I saw the phone for a while and then my mother called me to get the food ready, but I went to eat. After eating I had some fun with my sister and I went to play pubg. As soon as the game was over I fell asleep. Today I woke up on Saumya's phone. Then I talked to him for a while and lay down on the bed. Then he called Mota around 8.20 so we both went to E class to talk to him. Then after a while I finished the class and I went to pay in my mother's account and saw that the money was not coming in. So my mother was a little baklo mother with money for a long time, but I did not go to the bank to pay the money. So a little buckled. And if you do not pay within 1 date, it will be fine again. After a while I saw the tree. That means money has entered. If I had not survived, I would have been fine again.
Anyway stay tuned today hope to see you again tomorrow.
BYE
-----------------------------------------------------------------------------------
এই যে বন্ধুরা,
                   অন্য একটি ব্লগে স্বাগতম।কেমন আছো সবাই ?? আশা করছি ভালোই আছো। কাল রাতে একটা সাউথ ইন্ডিয়ান মুভি দেখলাম। নাম টা ঠিক জানি না। কিন্তু ওতে Rakul Preet Singh এন্ড Nagarjuna আছে। মুভি টা মোটামুটি বেশ ভালোই। তারপর ওটা শেষ করে একটু রাতের কাজ। ...........করলাম। হু কাল অনেকদিন বাদে দেখলাম বেশ ভালোই লাগছিলো। যাই হোক তারজন্য প্রায় ৩ টা বেজে গেল। 
আজ সকালে প্রায় ৮.৫০ নাগাদ উঠলাম। উঠে আগে ফ্রেশ হয়ে গরম জল খেলাম কারণ আজ আবার গলাব্যথা করছিলো। ৩-৪ গ্লাস একবারে খেয়ে নিলাম তারপর একটু ভালো লাগছিলো। তারপর ভাবলাম pubg খেলবো কিন্তু মা বললো খেয়ে নিতে তাই আগে খেতে গেলাম। খাওয়া শেষ করে আমি এসে ক্লাস স্টার্ট করলাম। ক্লাস শেষ করে আমি pubg স্টার্ট করলাম। সেখান থেকে কিছুক্ষন খালার পরে আমি আগে স্নান করতে গেলাম। তার আগে এখন তো নতুন কাজ বেড়ে গেছে যে স্নান এর আগে আবার গরম জল করতে হয়। আজ ওটা করতে গিয়ে আবার রান্না ঘরের জানালা দিয়ে একটা মেয়ে দেখতে গিয়ে হাত পুড়িয়ে ফেললাম। কিজে বলবো মেয়ে মানে ই সর্বনাশ। যাইহোক হাতটা নিয়ে কিছুক্ষন বসে  ছিলাম তারপর আবার স্নান করতে গেলাম। স্নান শেষ হতেই আজ আর খেতে যাই নি কারণ আজ তো বহুত আগে স্নান করেছি  তাই আর কি। কিছুক্ষন ফোন দেখলাম তারপর মা খাবার রেডি করে খেতে ডাকলে তবে খেতে গেলাম। খাওয়া শেষ করে আমি বোন এর সাথে কিছুক্ষন মজা করে আমি pubg খেলতে গেলাম। খেলা  শেষ হতেই আমি ঘুমিয়ে গেলাম। আজ ঘুম ভাঙলো সৌম্য র ফোনে। তারপর ওর সাথে কিছুক্ষন কথা বলে বেড এ ই শুয়ে রইলাম। তারপর ৬.২০ নাগাদ মোটা ফোন করলো তাই ওর সাথে কথা বলতে বলতে আমরা দুজন ই ক্লাস এ ঢুকলাম। তারপর কিছুক্ষন ক্লাস করে মানে একটা শেষ করে আমি মা এর একাউন্ট এ টাকা দিতে গিয়ে দেখি টাকা ঢুকছে না। তাই নিয়ে মা একটু বকলো মা অনেক দিন টাকা দিয়ে ছিল কিন্তু আমি ইচ্ছে করে ই টাকাটা আর ব্যাঙ্ক এ দিতে যাই নি। তাই একটু বকলো। আর ১ তারিখ এর মধ্যে টাকা না দিলে আবার ফাইন হয়ে যাবে। কিছুক্ষন বাদে দেখি হয়ে গাছে। মানে টাকা  ঢুকে গেছে। বেঁচে গেলাম না হলে আবার ফাইন হয়ে যেত। 
যাইহোক আজ এই পর্যন্তই থাক কাল আবার দেখা হবে আশা করছি।
BYE