My Daily Routine(Koushik Srakar)

HEY GUYS,
                    Welcome to another Blog.How are you all? I hope you're fine! I'm fine too. Hmmm, sorry to hear that.
My Daily Routine(Koushik Srakar)
The reason for not coming to the blog for so many days is fever. Um, of course, yes, I know this, why it's something known in advance. Then it ended on the morning of the 20th. I thought I survived a lot but that afternoon I woke up again and saw that the fever was 102. Then growing more. So I called my grandfather and told him that my grandfather gave me some medicine. I ate it but the medicine was not working. I took medicine at 6 o'clock but the fever was not mild. So I called my grandfather and he said see what happens. I said don't you ?? Grandpa didn't say if I would tell you. He said you don't have to worry so much. Grandpa said I'll be a little busy now I'll call you on time. It took about 12 hours for the medicine to work. Then my body temperature was 103 before I started to lose weight. By 12 it was down to about 102.5. Then my grandfather called me around 2 o'clock. He said what is the condition now. I said it is decreasing now. He said what is the temperature now. I said 100. Grandpa said you don't have to worry anymore. Do not do any more irregularities, have you done all the irregularities for which the fever comes again or not? Boklo then said to call if there is any problem. I said okay.
Then the night passed and there was no force in the morning but the brother had a sore throat. I can't even talk or suffer in any sector. Today I am a little healthy after all. Only then will you all be a little blessed.As soon as it gets better.
I hope I will try to write something better from tomorrow. Forgive me a little today.
Hope to see you tomorrow.

BYE
 K.S
-----------------------------------------------------------------------------------
এই যে বন্ধুরা,
                     অন্য একটি ব্লগে স্বাগতম।কেমন আছো সবাই ?? আশা করছি ভালোই আছো !আমিও আছি মোটামুটি ভালো। হুম এতদিন বাদে আসার জন্য দুঃখিত। এত দিন ব্লগ না আসার কারণ হলো জ্বর। হুম সেই জ্বর যাকে প্রথমে হালকা ভাবে নেয়ার ফলে একটু বেশিই  ভুগতে হলো যাইহোক প্রথমে জ্বর হয়েছিল ১৮ তারিখ এ। তারপর সেটা মোটামুটি ২০ তারিখ সকাল এ শেষ। আমি ভাবলাম বেশ বাঁচা গেল কিন্তু ওই দিন বিকেলে আমি আবার ঘুম থেকে উঠে দেখি জ্বর  ১০২ হয়ে গেছে। তারপর আরো বেড়ে চলেছে। তাই দাদার কাছে ফোন করলাম আর বললাম দাদা একটা ঔষধ দিলো। ওটা খেলাম কিন্তু ঔষধ এ কোনো কাজকরছিলো না। আমি ৭ টা  নাগাদ ঔষধ খেলাম  কিন্তু জ্বর কোমলনা। তাই দাদা কে ফোন করলাম দাদা বললো আর একটু দেখ কি হয়। আমি বললাম করোনা না তো ?? দাদা বললো না যদি হতো আমি তোকে বলে দিতাম। বললো অত চিন্তা করতে হবে না। দাদা বললো আমি এখন একটু ব্যাস্ত থাকবো তোকে আমি টাইম মতো ফোন করে নেবো। সেই  ঔষধ কাজ করতে করতে প্রায় ১২ বেজে  গেল। তখন আমার জোর ছাড়তে শুরু করে তার আগে আমার শরীরের তাপমাত্রা ছিল ১০৩। ১২ তা নাগাদ কমে তা প্রায় ১০২.৫ এলো। তারপর দাদা আমাকে প্রায় ২ নাগাদ ফোন করলো। বললো এখন কি অবস্থা আমি বললাম এখন তো কমে যাচ্ছে ,বললো এখন তাপমাত্রা কত আমি বললাম ১০০। দাদা বললো আর চিন্তা করতে হবে না এবার কমে যাবে। আর কোনো অনিয়ম করিসনা ,কি সব অনিয়ম করেছিস যার জন্য চলেযাওয়া জ্বর  আবার আসে নাকি ? একটু বকলো তারপর বললো যদি কোনো অসুবিধা হয় তাহলে ফোন করতে। আমি বললাম ঠিক আছে। 
তারপর রাত কেটে  সকাল হলো কোনো জোর নাই কিন্তু ভাই গলা ব্যথা খুব। কথা বলতে ও কষ্ট কোনো কিছু খাতেও পারিনা। আজ কোনো মোতে সব ঠিক হয়ে একটু সুস্থ আছি। আপনারা সবাই একটু আশীর্বাদ করবেন তা হলেই হবে। যেন ভালো হয়ে যাই তাড়াতাড়ি। 
আশা করছি কাল থেকে ভালো কিছু লেখার চেষ্টা করবো। আজ একটু ক্ষমা করে দেবেন। 
কাল দেখা হবে আশা করছি। 
BYE
 K.S